আজকাল ওয়েবডেস্ক: দরকার ছিল কেবল একটা ছক্কা। নিকোলাস পুরান মারলেন সাতটি ছক্কা। দিল্লির বিরুদ্ধে ম্যাচে পুরান করলেন ৩০ বলে ৭৫ রান। মারলেন সাতটি ছক্কা। ছুঁয়ে ফেললেন দারুণ এক মাইলফলক।
চতুর্থ ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ৬০০টি ছক্কা মারার কীর্তি গড়েন পুরান। তাঁর আগে যে তিন জন রয়েছেন, তাঁরাও পুরানের মতোই ওয়েস্ট ইন্ডিয়ান। দিল্লির বিরুদ্ধে এক ওভারে ২৮ রান নেন পুরান।
৫৯৯টি ছক্কা নিয়ে খেলতে নেমেছিলেন পুরান। সাত-সাতটি ছক্কা মারায় তাঁর ছক্কার সংখ্যা এখন ৬০৬। ৭৩৩টি ছক্কা হাঁকিয়ে তিনে আছেন কলকাতা নাইট রাইডার্সের আন্দ্রে রাসেল।
৯০৮টি ছক্কা নিয়ে দুই নম্বরে কাইরন পোলার্ড। ১০৫৬ টি ছক্কা মেরে সবার আগে ক্রিস গেইল। তবে পুরানের এমন বিধ্বংসী রাতের দিনে হেরে যায় লখনউ সুপার জায়ান্টস।
সেই হারের নেপথ্য নায়ক আশুতোষ শর্মা। ৩১ বলে ৬৬ রান করে তিনি প্রায় হারতে বসা একটা দলকে জিতিয়ে দেন। আশুতোষও ছক্কা মারায় দক্ষ। তাঁর ৬৬ রানের ইনিংসে ৫টি চার ও ৫টি ছক্কা ছিল।
চার-ছক্কার বৃষ্টি দেখা যায় আইপিএলে। বিধ্বংসী ব্যাটিং দেখার জন্যই মাঠে যাওয়া। পুরানের ব্যাট থেকে আগামিদিনে ছক্কা বর্ষিত হবে বলেই মনে করছেন ক্রিকেটপাগলরা।
